SHAHEED POLICE SMRITY COLLEGE
Mirpur-14, Dhaka
EIIN : 132127 | College Code : 7270 | School Code : 7759

SHAHEED POLICE SMRITY COLLEGE Principal Message

Lt Col Hafez Md. Zonayed Ahmed, AEC

                                                                          অধ্যক্ষের বাণী

 

মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির স্মরণে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় “শহীদ পুলিশ স্মৃতি কলেজ।” পুলিশ বাহিনীর সর্বোচ্চ এবং সকল ঊর্ধ্বতন কর্মকর্তার ঐকান্তিক সহযোগিতা ও অনুপ্রেরণায় সুনামের সারথি হয়েছে প্রতিষ্ঠানটি। চলমান বৈশ্বিক মহামারির সময়ে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত রাখতে শহীদ পুলিশ স্মৃতি কলেজের ওয়েবপেইজ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে। বিজ্ঞানমনস্ক প্রযুক্তিনির্ভর আধুনিক জাতি গঠনের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের স্বতঃস্ফ‚র্ত প্রয়োগ এবং এর ব্যবহারে শিক্ষার্থীদের সক্ষম করে তোলার চেষ্টা চলছে। অনলাইনে বিভিন্ন শ্রেণির ভর্তি কার্যক্রম, অনলাইন লাইভ ক্লাস পরিচালনা, পরীক্ষা ও ফলাফল প্রকাশ, টিউশন ফি প্রদান, প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপনা, বিভিন্ন নোটিশ ও তথ্য প্রকাশ, রেজিস্ট্রেশন, শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট এস.এম.এস প্রেরণসহ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের প্রক্রিয়া চলছে ওয়েবসাইটের মাধ্যমে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কেন্দ্রিক কার্যক্রম কলেজটিকে আরো গতিশীল ও যুগোপযোগী করবে এ আমার বিশ্বাস। 
আমরা আশা করি, সবার আন্তরিক সহযোগিতা এ প্রতিষ্ঠানকে সাফল্যের শীর্ষে উন্নীত করবে। সবার জন্য অনেক শুভ কামনা। শিক্ষা ব্যবস্থার এই অগ্রগতিতে যারা মেধা, মনন ও শ্রম দিয়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।                                                          

 

 

মো: জাকির হোসেন
ভারপ্রাপ্ত অধ্যক্ষ

শহীদ পুলিশ স্মৃতি কলেজ

/ Administration / Principal Message
Suggested Video