SHAHEED POLICE SMRITY COLLEGE
Mirpur-14, Dhaka
EIIN : 132127 | College Code : 7270 | School Code : 7759

SHAHEED POLICE SMRITY COLLEGE Chairperson

Lt Col Hafez Md. Zonayed Ahmed, AEC

                                                                     সভাপতির বাণী

 

একটি আত্মমর্যাদা সম্পন্ন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মহান উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের স্মরণে ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’-২০০০ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধানসহ সকল পর্যায়ের কর্মকর্তার একান্ত সহযোগিতা ও অনুপ্রেরণায় সুনামের সারথি হয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন এবং অদ্যাবধি সম্মানিত পৃষ্ঠপোষকের দিক নির্দেশনা ও সহযোগিতায় ১৫০ জন সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকার একাগ্র সাধনা, কর্মে অনুরাগ, প্রচেষ্টায় আন্তরিকতা এবং মহৎ আদর্শে প্রতিষ্ঠানটি আজ মানবিক বিশ্ব রচনার স্থপতি হিসেবে সৃষ্টিশীলতার পথকে সুগম করেছে। সাড়ে নয় হাজার শিক্ষার্থীর সমন্বয়ে গুণগতমানে এ প্রতিষ্ঠানটি অচিরেই দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে বলে প্রত্যাশা করি।

বর্তমানে সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। সে লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকার ওয়েবসাইট তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। সরকারের এ নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইনে  ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’-এর প্রশাসনিক ও একাডেমিক তথ্য-উপাত্ত প্রদানসহ প্রত্যেক শ্রেণির বিষয়ভিত্তিক পাঠ-পরিকল্পনা, অ্যাসাইনমেন্ট ও প্রয়োজনীয় নির্দেশনা, দৈনিক কার্যক্রম, ভর্তি সংক্রান্ত তথ্য, মাসিক-ফি গ্রহণ, সাধারণ নোটিশ, ফলাফল এবং শিক্ষার্থী সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি এ ওয়েবসাইটে অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বায়নের নবদিগন্তে নতুন নতুন অগ্রগতি ও সাফল্য অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের এ লক্ষ্যাভিসার সফল হোক; তাদের চিন্তা ও কর্মে মিশে থাক দেশপ্রেম ও আত্ম-উন্নয়ন।  সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি।

 

 

মোঃ ময়নুল ইসলাম, এনডিসি
ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ 

সভাপতি, গভর্নিং বডি
শহীদ পুলিশ স্মৃতি কলেজ

                             

                                                                                                               

 

/ Administration / Chairperson
Suggested Video